ভারতের রাজধানী দিল্লিতে ফের গণধর্ষণের ঘটেছে। গত শুক্রবার রাতে সাত বছরের এক ছাত্রী তিন তরুণ কর্তৃক গণধর্ষিত হয়। এ ঘটনায় পুলিশ অাজ সকালে এক অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে। তিন ধর্ষকের মধ্যে একজন নাবালক ও ওই ছাত্রীর প্রতিবেশি বলে খবরে বলা হয়েছে। গত ১০ ডিসেম্বর ওয়েস্ট দিল্লিতে ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন। এ ঘটনার তিন দিন পার হতে না হতেই শহরটিতে ফের গণধর্ষণের ঘটনা ঘটলো। খবর টাইমস অব ইন্ডিয়ার
ঘর্ষণের শিকার ওই ছাত্রীকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'র ট্রুমা সেন্টারে ভর্তি করা হয়েছে। আজ দিনের কোনো এক সময় সেখান থেকে তার রিলিজ দেয়ার কথা রয়েছে।
এদিকে, ১০ ডিসেম্বর ওয়েস্ট দিল্লির রানহোলার গণধর্ষণের ঘটনায়ও সপ্তম শ্রেণির ছাত্রীর পরিচিত কয়েকজন জড়িত ছিলো। ছয় ধর্ষকের মধ্যে ৫ ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত অক্টোবরে ওয়েস্ট দিল্লির রানহোলাতেই ২ বছরের এক শিশু পার্কে খেলা করার সময় গণধর্ষণের শিকার হয়। এ ঘটনার ২ মাস না পেরোতেই ওই দুটি গণধর্ষণের ঘটনা ঘটলো।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/শরীফ