সৌদি আরবের ইতিহাসে ১২ ডিসেম্বর প্রথমবারের মতো নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনে প্রার্থী হওয়ার সম্মান অর্জন করেছে। শুধু তাই নয়, ২০ জন নারী প্রার্থী পৌর কাউন্সিলেও নির্বাচিতও হয়েছেন। ঐতিহাসিক এই নির্বাচন শেষ হতে না হতেই এবার দেশটিতে প্রথমবারের মতো সিনেমা হল নির্মাণের ঘোষণা এসেছে। সিনেমা কমিটি গতকাল রবিবার এ সংক্রান্ত এক ঘোষণা দিয়েছে। খবর দৈনিক এল আরাবিয়ার
সৌদি আরবের রাজধানী রিয়াদে সিনেমা হলটি নির্মিত হবে। এ ব্যাপারে প্রাথমিকভাবে সমঝোতামূলক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দৈনিকদির প্রতিবেদনে বলা হয়, সিনেমা হলটিতে মূলত ইসলামিক, ঐতিহ্যবাহী এবং সৌদি আরবের মূল্যবোধ কেন্দ্রিক নির্মিত মুভিই প্রদর্শন করা হবে।
সৌদি আরবে দীর্ঘদিন ধরেই দেশটির যুব সম্প্রদায়ের একটি অংশ সিনেমা হল চালুর ব্যাপারে দাবি করে আসছিল। ওই ঘোষণায় স্বভাবতই তারা খুশি।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/শরীফ