অতীতের সব অপরাধমূলক কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অাসাম (উলফা) নেতা অনুপ চেটিয়া ওরফে গোলাপ বড়ুয়া। টেররিস্ট এন্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট বা টাডা আইনে অভিযুক্ত চেটিয়া সোমবার অাসামের একটি আদালতে হাজিরা দিতে এসে গণমাধ্যমের কর্মীদের সামনে অতীত ভুলের জন্য ক্ষমা চান।
একাধিক খুন, অপহরণ, হুমকির অভিযোগে অভিযুক্ত চেটিয়া বলেন, অতীতের ভুলের জন্য আমি অাসামবাসীর কাছে ক্ষমা চাইছি। আমাদের গণআন্দোলনের বিরোধীতা করে যাঁরা নিহত হয়েছিলেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার শান্তি কামনা করছি।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে উলফার শান্তি বৈঠককে তিনি সমর্থন করছেন কি না এমন প্রশ্নের উত্তরে চেটিয়া বলেন, ''অনেকেই ভাবছেন আমি হয়তো সরকারের সঙ্গে শান্তি আলোচনার পক্ষে নই, কেউ হয়তো ভাবছেন আমি হয়তো পালিয়ে যাব; কিন্তু আমি শান্তির পক্ষেই।''
গত ১৮ বছর বাংলাদেশের কারাগারে কাটানোর পর চলতি বছরের ১১ নভেম্বর ভারতের হাতে হস্তান্তর করা হয় চেটিয়াকে। এরপরেই চেটিয়াকে নিজেদের হেফাজতে নেয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
বাংলাদেশ থেকে ভারতে ফেরানো প্রসঙ্গে চেটিয়া বলেন, ''আমাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, ক্রিড়া মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অাসামের মুখ্যমন্ত্রী তরুন গগৈকে ধন্যবাদ জানাই।''
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ