আর্জেন্টিনায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ছিটকে পড়ে ৪১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। সোমবার দেশটির উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আর্জেন্টিনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে সাল্টা প্রদেশে তিন গাড়ির একটি বহর সেতু পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
সালটা প্রদেশের প্রতিরক্ষা পরিচালক অ্যাঞ্জেল মারিনারো জানিয়েছেন, সেতু পার হওয়ার সময় তিনটি গাড়ির একটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। তবে কী কারণে গাড়িচালক নিয়ন্ত্রণ হারায়, তা এখনো জানা যায়নি। ২০ মিটার উঁচু সেতু থেকে বাসটি একটি মরা নদীতে পড়ে যায়। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সেখানে উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, বাসটিতে পুলিশের ৬০ জন সদস্য ছিলেন। আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ