দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘আমি যদি প্রধানমন্ত্রী হতাম তবে অরুণ জেটলিকে বহিষ্কার করতাম।’
বুধবার এক টুইটে ভারতের দিল্লির আলোচিত মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এ কথা বলেছেন।
দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) নিয়ে জেটলি ও কেজরিওয়ালের মধ্যে যে উত্তেজনা চলছে, তার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করলেন কেজরিওয়াল।
মঙ্গলবার জেটলির সমর্থনে বিশাল সমাবেশ করে বিজেপি। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা অর্থমন্ত্রী জেটলির বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ এনেছে, তা থেকে সগৌরবে মুক্ত হবেন তিনি। যেভাবে হাওয়ালা মামলা থেকে মুক্ত হয়েছিলেন বিজেপি নেতা এলকে আদভানি।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন