আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের সানগিন শহরে সরকারি বাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষে অন্তত ৫০ জন তালেবান সদস্য নিহত হয়েছেন।
এদের মধ্যে তালেবান নেতা মোল্লা আখতার মনসুরের অন্যতম সহযোগী মোল্লা নাসির রয়েছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সূত্রটি আরো জানায়, এর আগে সোমবার সানগিন শহর দখলে নেন তালেবান সদস্যরা। পরে শহরটি পুনরায় দখলের নিতে কাউন্টার আক্রমণ চালায় সরকারি বাহিনী। পাশাপাশি মার্কিন বিমান হামলাও করা হয় সেখানে।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন