জাতিসংঘের পরমাণুবিষয়ক নজরদারি সংস্থা আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো বলেছেন, সন্ত্রাসবাদ ক্রমেই ছড়িয়ে পড়ছে এবং সন্ত্রাসীদের হাতে পরমাণু সামগ্রীর ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।
তিনি বলেন, পরমাণু প্রযুক্তি একটি পুরনো প্রযুক্তি এবং বর্তমানে সন্ত্রাসীদের রয়েছে নানা মাধ্যম,জ্ঞান ও অর্থ। আর তাই উগ্রবাদীরা আদিম মডেলের একটি বিস্ফোরক তৈরি করতেও পারে।
এরই আলোকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সদস্য দেশগুলোকে পরমাণু নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছেন আমানো।
বিশ্বের পরমাণু স্থাপনাগুলোতে বর্তমানে এত বিপুল পরিমাণ প্লুটোনিয়াম ও সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যে এইসব উপাদান দিয়ে জাপানের হিরোশিমা শহরে ব্যবহৃত পরমাণু বোমার সম-শক্তি-সম্পন্ন বিশ হাজার বোমা তৈরি করা সম্ভব।
১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ের পর থেকে পরমাণু সামগ্রী হারিয়ে যাওয়া, পাচার হওয়া অথবা অনুনোমোদিত ব্যক্তি বা গোষ্ঠীর হাতে চলে যাওয়ার দু’ হাজার ৮০০ টি ঘটনা রেকর্ড করেছে আইএইএ।
সন্ত্রাসীরা প্লুটোনিয়াম ও ইউরেনিয়াম ছাড়াও অন্যান্য পারমাণবিক তেজস্ক্রিয় পদার্থ বা বিষাক্ত রেডিও অ্যাক্টিভ পদার্থ প্রচলিত অস্ত্রের সঙ্গে যুক্ত করে মারাত্মক দূষিত বোমা তৈরি করতে পারে বলেও আমানো সতর্ক করে দিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/শরীফ