আফগানিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে একটি ঘাঁটির ভেতরে গোলাগুলিতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ২ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
ন্যাটো বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গুলি বিনিময়ের সময় হামলাকারীরাও মারা গেছে। শনিবার সকালের দিকে আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পরে দুই ব্যক্তি ন্যাটো সেনাদের ওপর গুলি চালায়। এতে এ হতাহাতের ঘটনা ঘটে।
এদিকে, রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে সামরিক প্রশিক্ষণের সময় রোমানিয়ার দুই সেনা নিহত ও একজন আহত হয়। তবে আহত ব্যক্তির অবস্থা বেশ ভালো এবং জার্মানিতে তাকে চিকিৎসার জন্য পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/মাহবুব