চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি হাইড্রোপাওয়ার প্রজেক্টের কনস্ট্রাকশন সাইটে ভূমিধসে কমপক্ষে ৩৫ শ্রমিক মাটিচাপা পড়েছেন। আজ সকাল ৫টার দিকে প্রদেশটির তেইনিং কাউন্টিতে এ ঘটনা ঘটে বলে কাউন্টির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রচার বিভাগের ওয়েবসাইটে জানানো হয়।
প্রাথমিক গণনায় কমপক্ষে ৩৫ নির্মাণ শ্রমিকের নিখোঁজের কথা জানানো হয়েছে। ভূমিধসের কারণ পরিস্কার নয়। তবে গত কয়েকদিন ধরে সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে বলে বিভাগটির একজন কর্মকর্তা জানিয়েছেন। খবর এপির
বিডি-প্রতিদিন/৮ মে ২০১৬/শরীফ