সোমালিয়ার রাজধানী মোগাদিশু শহরে একটি হোটেলে গাড়ি বোমা হামলায় দেশটির দুই এমপিসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, বুধবার মোগাদিশুর হোটেল অ্যাম্বাসেডরে জঙ্গিরা প্রবেশ করে এবং গেটের একটি গাড়িতে বোমা স্থাপন করে। পরবর্তীতে এই বোমা বিস্ফোরণে এই হতাহাতের ঘটনা ঘটে।
সোমলিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, এই বোমা বিস্ফোরণে দেশটির ২ জন সংসদ সদস্য (এমপি) নিহত হয়েছেন। এছাড়া হোটেলে থাকা ৪ এমপিকে অক্ষত উদ্ধার করা হয়েছে।
এদিকে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন আল শাবাব।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৬/মাহবুব