তুরস্কে এরদোয়ান সরকারের ব্যাপক দমন অভিযানের মাঝে দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট বিলুপ্ত করে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গত সপ্তাহে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কের এলিট প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রায় ৩শ' সদস্যকে আটক করা হয়। এরপর শনিবার সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত জানানো হলো। খবর বিবিসরি।
একটি টেলিভিশন চ্যানেলে বিনালি ইলদিরিম বলেন, “ভবিষ্যতে আর প্রেসিডেন্সিয়াল রেজিমেন্ট থাকবে না। কারণ এর কোন প্রয়োজন নেই”।
এদিকে, কর্তৃপক্ষ বলছে, তারা যুক্তরাষ্ট্রে বসবাসকারী নেতা ফেতুল্লাহ গুলেনের ঘনিষ্ঠ সহযোগী হালিস হ্যান্সিকেও আটক করেছে। প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার ষড়যন্ত্রের জন্য তার একসময়কার কাছের লোক হিসেবে পরিচিত গুলেনকে অভিযুক্ত করে আসছেন। তবে কোন ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন ফেতুল্লাহ গুলেন।
তবে ওই অভ্যুত্থান চেষ্টার বিফলে গেলেওও এরপর থেকেই দেশজুড়ে ব্যাপক দমন অভিযান শুরু করেন প্রেসিডেন্ট এরদোগান। হাজার হাজার সরকারি চাকরিজীবীকে গ্রেফতার এবং বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক কিংবা বিশ্ববিদ্যালয় প্রধানসহ প্রায় কেউই বাদ যায়নি এই তালিকায়। নতুন করে আরও অনেককেই গ্রেফতার করা হতে পারে বলে জানা যাচ্ছে।
বুধবার জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং প্রেসিডেন্ট ও কেবিনেটের হাতে সংসদকে পাশ কাটিয়ে নতুন আইন প্রণয়ন কিংবা অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করার ক্ষমতা দেয়া হয়েছে।
শনিবার সরকারি বিবৃতিতে একহাজারের বেশি বেসরকরি স্কুল এবং বারোশোর বেশি সংস্থা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। তবে শনিবারই অভ্যুত্থানে জড়িত সন্দেহে আটক হওয়া ১২০০ সৈন্যকে মুক্তি দেয়া হয়েছে বলে তুর্কী গণমাধ্যমে খবর এসেছে।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৬/মাহবুব