নেপালের প্রধানমন্ত্রী কেপি অলি রবিবার পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী অলির ক্ষমতায় থাকা নিয়ে পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা ভোট হতে যাচ্ছিল। তার আগেই তিনি পদত্যাগ করলেন। তবে তিনি বলেছেন, আমি ভালো কাজের জন্য শাস্তি পেয়েছি।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
পদত্যাগী প্রধানমন্ত্রী অলি অভিযোগ করেছেন, নেপালি কংগ্রেস এবং মাওবাদীরা ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করে। দেশের ভালো করায় তাকে এ শাস্তি পেতে হলো। তবে তিনি দাবি করেছেন, তিনি চিন ও ভারতের উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে কাজ করছিলেন।
গত বছরের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন অলি। গত ১০ বছরে আট বার সরকার বদল হয়েছে নেপালে।
অলির জোট সরকার থেকে মাওবাদীরা সমর্থন প্রত্যাহার করায় চাপে পড়েন তিনি। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে দুটি রাজনৈতিক দল নেপালি কংগ্রেস ও সিপিএম-মাউইস্ট সেন্টার।
পদত্যাগের আগে জোট সরকারের অন্য দুই শরিকের সঙ্গে আলোচনা করেন অলি। মাদেশি পিপল’স রাইটস ফোরাম-ডেমোক্রেটিক এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি তাকে জানিয়ে দেয়, অনাস্থা ভোটের পক্ষে থাকবে তারা। ফলে প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য কারো সমর্থন পাবেন না তিনি। যে কারণে আগেভাগেই পদত্যাগ করলেন অলি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ