আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ওবামা আমলের সব রাষ্ট্রদূতদের বহিষ্কার করেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের কাছের লোকজনই সাধারণত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। এসব রাষ্ট্রদূতদের তাই প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গেই পদত্যাগ করতে হয়।
ট্রাম্প বরাবরই ওবামা আমলে নিযুক্ত ব্যক্তিদের প্রতি কঠোর ছিলেন। আমেরিকার নতুন প্রেসিডেন্টরা বরাবরই নমনীয় অবস্থান নেন পুরোনো কর্মীদের ব্যাপারে। প্রয়োজনভেদে মেয়াদ এক দুই সপ্তাহ বাড়িয়ে দেন তাদের। কিন্তু ২০ জানুয়ারি দুপুরের মধ্যেই প্রেসিডেন্ট বারাক ওবামার নিযুক্ত সব রাষ্ট্রদূতদের নিজ নিজ কার্যালয় ত্যাগের আদেশ করেন ট্রাম্প। ব্যতিক্রম হয়নি সিঙ্গাপুরে নিযুক্ত কির্ক ওয়াগারের ক্ষেত্রেও।
টাম্প প্রেসিডেন্টের দায়িত্ব শুরুর আগেই ব্যাগপত্র গুটিয়ে দায়িত্ব থেকে সরে যেতে হয়েছে তাকে। কিন্তু শেষ সময়টাতেও তিনি নব্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আনুগত্য প্রকাশ করেননি। জয়গান গেয়েছেন ওবামার। কির্ক ওয়াগার যখন সিঙ্গাপুরের চাংগি বিমানবন্দর ত্যাগ করছিলেন তখনই তার পরনের টি-শার্টটি নজরে পড়ে সবার। টি-শার্টটিতে বড় বড় অক্ষরে ওবামা শব্দটি লেখা ছিল। সূত্র : ইনডিপেনডেন্ট
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা