সেনা কর্মকর্তাদের স্ত্রীর পরকীয়া নিয়ে নাটক প্রদর্শন করায় মিয়ানমারের একজন লেফটেন্যান্ট কর্নেল নয়জন ছাত্রের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। নাটকে তাদের পরিবার ও সেনাবাহিনীর মর্যাদা হানি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
বুধবার ওই নয় ছাত্রকে মিয়ানমারের দক্ষিণের শহর পাথেইনের একটি আদালতে নেয়া হয়। সেখানে তাদের বলা হয় নাটক মঞ্চায়নের কারণে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।
৯ জানুয়ারি এক কর্মশালা চলাকালে ওই নয় ছাত্র সেনাদের স্ত্রীদের পরকীয়া নিয়ে নাটক মঞ্চায়ন করে। নাটকে এক সেনা সদস্যর স্ত্রী বলছে, ‘আমি যুদ্ধ সমর্থন করি। কারণ যুদ্ধ বাধলে আমার স্বামী অনেকদিনের জন্য যুদ্ধে চলে যায়। তখন আমি যেমন খুশি মুক্তভাবে প্রেম করতে পারি।’
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন