আরও বেশি করে নারীদের সেনাবাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করতে যাচ্ছে আফগান প্রশাসন। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এতদিন আফগান সেনাবাহিনীতে নারীদের জন্য বরাদ্দ ছিল তিন থেকে চার শতাংশ আসন। এবার তা বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এক সপ্তাহ আগেই আমেরিকায় অনুষ্ঠিত একটি বিতর্ক সভায় নারীদের ক্ষমতায়ন নিয়ে বক্তৃতা দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন আফগানিস্তানের প্রথম নারী বিমানচালক নিলোফার রাহামানি।
জানা গেছে, বর্তমান আফগান সেনাবাহিনীতে ১ হাজার ৫৭৫ জন নারী রয়েছেন। এবার সেই পরিমাণ বাড়িয়ে নারীদের জন্য সংরক্ষণ করা হচ্ছে দশ শতাংশ আসন। বছর পঁচিশের সেই নিলোফার বর্তমানে হয়ে উঠেছেন আফগান নারীদের আশার আলো। এতদিন তালিবান শাসনে থাকার পরে বর্তমানে আবার বাঁচার পথ দেখতে পাচ্ছেন তারা। নিলোফার জানিয়েছেন, তিনি ছাড়াও আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় চারশো নারী।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৭/হিমেল