ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে শনিবার দলের ইস্তেহার প্রকাশ করে বিজেপি সভাপতি অমিত শাহ আশ্বাস দিলেন, সংবিধান মেনেই রাম মন্দির বানানোর জোর চেষ্টা করা হবে। জানা যায়, নব্বইয়ের দশকে ভারতের উত্তরপ্রদেশে ‘রাম নাম’ নিয়ে বিতর্কে জড়িয়েছিল বিজেপি। দলের বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী শুরু করেছিলেন ‘রামরথ যাত্রা’, রামমন্দির নির্মাণের জোরালো দাবিতে। সেই রাম মন্দির গড়ার চেষ্টাতেই সেই সময় ভাঙা হয় বাবরি মসজিদ। কার্যত এ নিয়ে রণক্ষেত্র পরিণত হয়ে যায় অযোধ্যা।
দেশটির উত্তরপ্রদেশে বিধানসভার নির্বাচন হতে যাচ্ছে সাত দফায়। প্রথম দফার নির্বাচন ১১ ফেব্রুয়ারি। সেই ভোটের জন্যই ‘লোক কল্যাণ সঙ্কল্প পত্র’ শীর্ষক দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। গত ১৫ বছর ধরে উত্তরপ্রদেশে ‘অপশাসন’ চালানোর জন্য মায়াবতীর বহুজন সমাজ পার্টি আর মুলায়ম সিংহ যাদবের সমাজবাদী পার্টির কড়া সমালোচনা বিজেপি সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দেবেন।
ভারতের ২০১২ সালের নির্বাচনে বিজেপি উত্তরপ্রদেশে ৪০৩ সদস্যের বিধানসভায় পেয়েছিল ৪৭টি আসন। তবে ২০১৪ সালে সাধারণ নির্বাচনে বিজেপি উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের ৭১টিতেই জয়ী হয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার