আবারও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিশানায় সংবাদ মাধ্যম। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের পাঁচজন নেতার সঙ্গে কথা বলার সময় ট্যুইটারে আমেরিকার প্রথম সারির দু’টি সংবাদপত্রকে আক্রমণ করেন ট্রাম্প।
ট্রাম্প এসময় আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইমস্ ও ওয়াশিংটন পোস্ট-কে কটাক্ষ করেন। তবে কি কারণে এই সংবাদ মাধ্যম দুটির উপর ট্রাম্প আক্রোশে ফেটে পড়েন তা এখনও পরিষ্কার হয়নি। তবে সংবাদ মাধ্যমগুলি যে বারবার ট্রাম্পের আক্রমণের শিকার হয়েছে তার প্রমাণ অনেকবারই পাওয়া গেছে।
এদিন এই সংবাদপত্র দুইটিকে আক্রমণ করে ট্রাম্প ট্যুইটারে লেখেন, “আমাকে প্রথম থেকেই এরা ভুল বুঝেছে আর এখনও তার কোন পরিবর্তন হয়নি আর হবেও না। অসৎ”।
কাউকে আক্রমণ করতে গেলে ট্রাম্প সবসময়ই ট্যুইটারের প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন। ট্যুইটারে ট্রাম্পের প্রায় ২২.৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
সূত্র: কলকাতা ২৪x৭ নিউজ
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৭/হিমেল