বেলজিয়ামের মধ্যাঞ্চলে শনিবার একটি প্রাইভেট ইনডোর মোটরগাড়ি প্রতিযোগিতা চলাকালে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৭০ জন অসুস্থ হয়ে পড়েছেন। আজ রবিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ব্রাসেলস থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপশহর ওয়াবরের একটি নতুন ইনডোর কার্টিং (ছাদবিহীন রেসের গাড়ি) প্রতিযোগিতার সময় এ ঘটনা ঘটে।
আহতদের বেলজিয়ামের মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শহর কর্তৃপক্ষ জানায়, প্রতিযোগিতাটি উপভোগ করতে প্রায় দেড়শ লোক সেখানে উপস্থিত হয়েছিল।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম