ভারতের পরমাণু কর্মসূচী নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে চিরপ্রতিন্দ্বন্দ্বী পাকিস্তান। এর ফলে ভারত মহাসাগর ঘিরে শান্তি বিঘ্নিত হবে। ভারত মহাসাগরের উপকূলবর্তী শান্তিরক্ষা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, ভারতীয় নৌ সেনার পরমাণু কর্মসূচী নিয়ে ইসলামাবাদ উদ্বিগ্ন। খবর আজকালের।
ডন সংবাদপত্রের ওয়েবসাইটের খবর অনুযায়ী, আজিজ বেশ কয়েকটি ক্ষেত্রে ভারতের নাম না করেও দিল্লিকেই নিশানা করেছেন। গণ বিধ্বংসি অস্ত্রের প্রসার, ক্ষেপণাস্ত্র কর্মসূচী বাড়ানো এবং বিদেশি সেনার শক্তিবৃদ্ধিকেই শান্তি বিঘ্ন করার জন্য দায়ী করেছেন তিনি। তাছাড়া, পাইরাসি, বেআইনিভাবে মাছ ধরা, মানুষ, ড্রাগ এবং অস্ত্র চোরা চালান এবং উপকূলের দূষণ, জলবায়ু পরিবর্তনকেও বড় সমস্যা বলে মন্তব্য করেছেন তিনি। এই সমস্ত ক্ষেত্রে জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখেই পাকিস্তান নীতি প্রণোয়ন করতে চাইছে বলেও তিনি জানিয়েছেন। তবে ভারতের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ মোকাবিলা করতে পাকিস্তান প্রস্তুত, দাবি করেছেন আজিজ।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব