ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বান্দিপুরা জেলায় বিদ্রোহীদের গুলিতে অন্তত তিনজন ভারতীয় সেনা নিহত এবং ১৫ সেনা আহত হয়েছেন। এছাড়া পাল্টা গুলিতে একজন বিদ্রোহীও নিহত হয়েছেন।
আহত ভারতীয় সেনাদের বিমানে করে বান্দিপুরা থেকে শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন সেনার অবস্থা সংকটাপন্ন।
মঙ্গলবার সকালে বান্দিপুরার একটি আবাসিক বাড়িতে বিদ্রোহীদের অবস্থানের খবর পেয়ে ভারতীয় পুলিশ এবং সেনাবাহিনী যৌথ তল্লাশি শুরু করে। এ সময় সেখান অবস্থানরত বিদ্রোহীরা এলোপাথাড়ি গুলি ছুঁড়লে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনা ঘটে।