রাশিয়া থেকে চালানো ক্রমবর্ধমান সাইবার হামলা ঠেকাতে এবং ব্রিটেনের প্রচেষ্টা আরো বাড়াতে নতুন একটি জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র উদ্বোধন করবেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। বার্তা সংস্থা এএফপি জানায়, ৯০ বছর বয়সী রাণী লন্ডনে এ কেন্দ্র উদ্বোধন করবেন। এ সময় তার ৯৫ বছর বয়সী স্বামী প্রিন্স ফিলিপ এবং অর্থ মন্ত্রী ফিলিপ হ্যামন্ডসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকবেন।
সাইবার হুমকি মোকাবেলায় গত নভেম্বরে ব্রিটেনের সরকার ১৯০ কোটি পাউন্ডের বিভিন্ন কৌশলের কথা জানিয়েছিল। এর অংশ হিসেবে নতুন সাইবার কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হচ্ছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ সাইবার কেন্দ্রে ১শ’ পদ সৃষ্টি করা হচ্ছে। বেসরকারি খাতে কর্মরতদের অস্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগ দেয়া হবে।
জানা যায়, রাণীর এ উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী হ্যামন্ড ভাষণ দেবেন। ইতোমধ্যেই তার ভাষণের সংক্ষিপ্তসার প্রকাশিত হয়েছে। ভাষণকালে তিনি সাইবার হামলা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার