সম্প্রতি ভারতীয় আইটি কোম্পানিগুলো ট্রাম্পের অভিবাসন নীতির জেরে বিপাকে পড়েছিল। H-1B ভিসায় কড়াকড়ির কারণে ফিরতে হত বহু প্রবাসী ভারতীয়কেই। তবে এবার মার্কিন প্রেসিডেন্টের নতুন নীতিতে অনেকটাই স্বস্তিতে ভারতীয়রা। মেধা অনুযায়ী অভিবাসন নীতির (মেরিট বেসড ইমিগ্রেসন) পক্ষেই মত দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের বর্ষিয়ান রাজনৈতিক উপদেষ্টা স্টিফেন মিলার জানিয়েছেন এ কথা।
একদিকে কয়েকটি দেশের নাগরিকদের আমেরিকায় পা রাখা নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে এইচওয়ানবি ভিসা নিয়ে নিয়েছেন কড়া অবস্থান। বস্তুত নির্বাচনের আগেই এ বিষয়ে প্রচার চালিয়েছিলেন ট্রাম্প। মার্কিন মুলুকে আউটসোর্সিং বন্ধ করা ছিল তাঁর অন্যতম দাবি। ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি পূরণে কঠোর হয়েছিলেন। তাতে খানিকটা বিপাকেই পড়েছিল প্রবাসে কর্মরত ভারতীয় আইটি কর্মীরা। তবে মিলার জানাচ্ছেন, মার্কিন প্রেসিডেন্ট মেধা অনুযায়ী অভিবাসনের পক্ষে। ট্রাম্প চান, মেধাসম্পন্ন কর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করুন, যাতে দেশের অর্থনীতির যথার্থ বিকাশ হতে পারে। আউটসোর্সিংয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মীরা কাজে বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ উঠেছিল। তবে মিলার জানাচ্ছেন, মেরিট বেসড ইমিগ্রেসন নীতি চালু হলেও মার্কিন বাসিন্দারাই প্রথম কাজের সুযোগ পাবেন। তবে বঞ্চিত হবেন না ভিনদেশ থেকে আসা কর্মীরাও। এই নীতি যদি চালু হয় তবে অনেকটাই স্বস্তিতে থাকবে ভারতীয় আইটি কোম্পানিহুলো। মিলারের মত অনুযায়ী, H-1B নিয়ে কড়া অবস্থান নিলেও মেধা ভিত্তিতে অভিবাসন নিয়ে যথেষ্ঠ আগ্রহী ট্রাম্প নিজেই। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার