ছবিতে পাক শিল্পীদের কাজ নিষিদ্ধ করে দেওয়া হয় গত বছর। তবে পাকিস্তান পরে নিজের অবস্থান থেকে সরে আসে। জানিয়ে দেওয়া হয়, পাকিস্তানের সিনেমা হলে মুক্তি পাবে ভারতীয় ছবি। এবার ছোটপর্দাতেও ভারতীয় চলচিত্র দেখানোর অনুমতি দিল সে দেশের আদালত।
পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) ছোটপর্দায় ভারতীয় ছবি সম্প্রচার সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করে। সেই ভিত্তিতেই সোমবার লাহোর হাই হোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মনসুর আলি শাহ বেসরকারি চ্যানেলগুলিতে ভারতীয় ছবি প্রদর্শনীর অনুমতি দেন।
রিপোর্টে বলা হয়েছিল, স্যাটেলাইট টেলিভিশন ব্রডকাস্ট চ্যানেল স্টেশনের লাইসেন্স অনুযায়ী ৭.২ (ii) নম্বর ধারায় ছোটপর্দায় ভারতীয় ছবি দেখানোয় কোনও বাধা দেওয়া উচিত নয়। বিষয়টির পক্ষে প্রশ্ন করে আইনজীবী তাফাজুল রিজভি বলেন, পিইএমআরএ-র চুক্তি অনুযায়ী শুধু ভারতীয় ছবিই নয়, ভারতীয় নাটক সম্প্রচারেরও অনুমতি পাওয়া উচিত। কেননা সেটিও বিনোদনেরই অংশ। যদিও পিইএমআরএ-র তরফে এই যুক্তি মেনে নেওয়া হয়নি।