সিনেমা হলে ছবি চলাকালীন ভারতীয় জাতীয় সঙ্গীত বেজে উঠলে উঠে দাঁড়াতে হবে না বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়াতে হবে বলেও স্পষ্ট করে দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানির সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে দেশে কোন আইন তৈরি হয়নি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তারা নীতি নয়, বিষয়ের ওপরই জোর দিচ্ছেন। খবর কলকাতা টোয়েন্টিফোরের।
গত বছর ডিসেম্বরে সিনেমাহলে জাতীয় সঙ্গীত শুরুর আগে সকল দর্শকদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের কথা বলা হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত চলাকালীন পর্দায় জাতীয় পতাকা দেখা য়াওয়াও বাধ্যতামূলক করে দেওয়া হয়।
প্রসঙ্গত, আমির খানের দঙ্গল ছবির মাঝে জাতীয় সঙ্গীত চলাকালীন দর্শকেরা অনেকেই বুঝতে পারেন না যে উঠে দাঁড়াতে হবে কিনা। সেই বিষয়টি যে এই রায়ের পর স্পষ্ট হয়ে গেল তা বলাই যায়।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব