ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রামায়ণের 'হনুমান' বলে মন্তব্য করেছেন ভারতের সমাজবাদী পার্টির নেতা নরেশ আগরওয়াল।
বুধবার সংসদের এক ভাষণে তিনি এ মন্তব্য করে অর্থমন্ত্রীকে রাজ্যসভার ক্ষমতা না কমানোরও আহ্বান জানান।
নরেশ আগরওয়াল বলেন, 'অরুণ জেটলি আমাদের রামায়নের হনুমান। ক্ষমতা চলে যাওয়ার পরে বুঝবেন তিনি কি হারালেন।'
তিনি বলেন, 'আপনি (অরুণ জেটলি) আজ রাজ্যসভার ক্ষমতা খর্ব করছেন, এটা করে আপনি নিজের ক্ষমতা খর্ব করলেন।'
বিডি-প্রতিদিন/এস আহমেদ