ধর্ষককে বিয়ে করে নেয়া উচিত ধর্ষিতার। তাহলে তার অনিশ্চিত ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠতে পারে। মালয়েশিয়ার পেনাঙ রাজ্যের এক সাংসদ ও প্রাক্তন বিচারপতি এমন মন্তব্য করেছেন।
তবে এমন মন্তব্যকে লজ্জাজনক হিসেবে আখ্যায়িত করেছে পেনাঙের মুখ্যমন্ত্রী লিম গুয়ান ইং। তিনি বলেন, তিনি পেনাঙের সাংসদ, এটা ভাবতেই লজ্জা লাগছে।
শিশুদের ওপর যৌন অপরাধ বিষয়ে একটি বিল নিয়ে বিতর্ক চলাকালে দাতুক শাবুদিন ইয়াহায়ার নামের ওই সাংসদ এমন মন্তব্য করেন। তবে তিনি এও মেনে নিয়েছেন যে, ধর্ষণ একটি অপরাধ।
দাতুক শাবুদিন ইয়াহায়ার বলেন, ক্রমবর্ধমান সামাজিক সমস্যা দূরীকরণে ধর্ষকের সঙ্গে ধর্ষিতার বিয়ে দেয়া উচিত। এতে তারা স্বাস্থ্যকর ও সুন্দর একটি জীবনযাপন করতে সক্ষম হবে।
শিশুকল্যাণ সংস্থা ভয়েস অব চিলড্রেনের প্রধান শর্মিলা শেখরণ বলেন, তার বক্তব্য শুনে রেগে গিয়েছিলাম। তিনি জনপ্রতিনিধি। তার এমন মন্তব্যে আমরা উদ্বিগ্ন। এভাবে ধর্ষণকে আইনত বৈধতা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল, ২০১৭/ফারজানা