রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের মেট্রো স্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনার ৩ দিনের মধ্যে শহরটি থেকে তাজা বোমা উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শহরটিতে আরো হামলা চালানোর জন্য এ বোমা রাখা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার শহরের পূর্বাঞ্চলীয় তোভারিচেস্কি প্রোসপেক্ট এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এসময় একটি বাড়ি থেকে তাজা বোমাটি উদ্ধার করা হয়। আটক করা হয় ৩ জন সন্দেহভাজনকে। তাদের সঙ্গে রেলস্টেশনে হামলাকারীর সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল সেন্ট পিটার্সবার্গ শহরের একটি মেট্রোস্টেশনে পরপর দুটি আত্মঘাতী বিস্ফোরণে ১৪ জন নিহত হন। এ বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে চিহ্নিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। হামলার দিন পুতিন অর্থনৈতিক ফোরামের একটি সম্মেলনে অংশ নিতে সেন্ট পিটার্সবার্গেই ছিলেন।
যদিও ওই হামলার ঘটনায় কিরগিজ বংশোদ্ভূত আকবরজন দিজালিলোভ নামের এক ব্যক্তির সম্পৃক্তার বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি সেন্ট পিটার্সবার্গে একটি বাড়ি ভাড়া নিয়ে ছিলেন। অন্যদিকে বুধবার আকবরজনের মৃতদেহ চিহ্নিত করেছে তার পরিবারের সদস্যরা। তবে তিনি কেন এবং কোন সংগঠনের হয়ে এ হামলা চালিয়েছেন তা এখনো জানা যায়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান