যোগী সরকার যে ভারতের উত্তরপ্রদেশের বিকাশের জন্য ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে এতে কোন সন্দেহ নেই৷ তাইতো এবার শিক্ষাক্ষেত্রেও নজর দিতে চলেছে যোগী প্রশাসন৷
শিক্ষাক্ষেত্রে হাল ফেরাতে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ৮০শতাংশ উপস্থিতি অনিবার্য করার কথা ভাবছে সরকার৷ পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে হতে পারে বলে জানা গেছে৷
শিক্ষা সচিব জিতেন্দ্র কুমার জানিয়েছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৮০শতাংশ উপস্থিতি অনিবার্য করার কথা চিন্তা-ভাবনার স্তরে রয়েছে৷ শিক্ষকদের উপস্থিতির ক্ষেত্রে বায়োমেট্রিক বিষয়টি সম্পর্কেও তিনি বলেন৷ পাশাপাশি তিনি জনতার থেকে এ বিষয়ে আরও মতামত জানতে চান৷ সেই সঙ্গে ফি-র ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম কানুনের ভাবনা-চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে৷
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪