নৃশংসতার সাক্ষী হয়ে রইল নিউ ইয়র্কের মেট্রো স্টেশন। ট্রেনে উঠতে গিয়ে দরজায় গলা আটকে যায় এক বৃদ্ধার। সেখানেই আটকে পড়েন তিনি। আশপাশ থেকে অনেকে যাতায়াত করলেও কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি। ওভাবেই আটকে থাকেন বৃদ্ধা।
ইন্টারনেটে এখন ভাইরাল হয়ে গেছে এই ভিডিও। আপলোড করার পরে ১২ ঘণ্টায় ১ লক্ষ ২০ হাজারেরও বেশি দর্শক দেখেছেন এই ভিডিও। যদিও ভিডিওতে দেখা যাচ্ছে ওই বৃদ্ধার পিছন থেকে তাঁর কোনও এক সহযাত্রী সাহায্য নেওয়ার পরামর্শ দিচ্ছেন ওই বৃদ্ধাকে।
প্রশ্ন উঠছে, যিনি ওই ভিডিওটি রেকর্ড করেছেন, তিনি কেন সাহায্যের জন্য এগিয়ে এলেন না। শেষ পর্যন্ত ওই ভিডিওতে দেখা যাচ্ছে রেলকর্মীরাই নিজেরা এগিয়ে এসে দরজা খুল উদ্ধার করলেন ওই বৃদ্ধাকে।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮