পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে হাজারো প্রাণী। বিলুপ্তির পথে বা বিপন্ন অবস্থায় আছে আরও শত শত। এবার সেই হারিয়ে যাওয়ার তালিকায় যোগ হতে যাচ্ছে জিরাফের নাম। অস্তিত্ব সংকটের মুখে জিরাফ। বিশ্বজুড়ে বন্য পরিবেশে থাকা জিরাফের সংখ্যা মাত্র ১ হাজার ৬০০টি।
গত শতকে গোটা বিশ্বে বাঘের সংখ্যা ছিল এক লাখের মতো। আর বর্তমানে জঙ্গলে বাঘের এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২০০ -তে। খাদ্য সংকট আর চোরা শিকারিদের কবলে পড়ে হারিয়ে যাচ্ছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এই হারে কমতে থাকলে আগামী দশ-পনেরো বছরের মধ্যে পৃথিবী থেকে পুরোপুরি বাঘ নিশ্চিহ্ন হয়ে যাবে।
সেখানে সাম্প্রতিক সমীক্ষায় জিরাফ বাঘের অর্ধেকে নেমেছে। গত কয়েক দশকে ৯০% জিরাফ কমে অস্তিত্বের জানান দিচ্ছে ১৬০০টি। চিড়িয়াখানা ও জঙ্গল মিলিয়ে যত সংখ্যক জিরাফ আছে, তার এক তৃতীয়াংশের ঠিকানা আবার চিড়িয়াখানা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ