সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বেলি ড্যান্সের ভিডিও প্রকাশ করে বিপাকে পড়েছেন মিসরের এক বিশ্ববিদ্যালয় শিক্ষক। চাকরিও এখন হুমকির মুখে।
সম্প্রতি সুয়েজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক মোনা প্রিন্স নিজের বেলি ড্যান্সের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন। পোস্টের পরপরই সেটি ভাইরাল হয় এবং বহু মানুষ সেটি শেয়ার করেন। এরপরই তার বিরুদ্ধে শুরু হয় সমালোচনার ঝড়।
এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তার পক্ষ সমর্থন করে কিছু বক্তব্য এলেও সমালোচকরা বলেন, প্রিন্স বিশ্ববিদ্যালয় শিক্ষক উপযুক্ত আচরণ করেননি।
সুয়েজ বিশ্ববিদ্যালয়ের এক ডিন এ বিষয়ে বলেন, মোনা প্রিন্স মিসরের সংস্কৃতি ও ঐতিহ্যবিরোধী কাজ করেছেন। এই ভিডিও প্রকাশের পাশাপাশি নিয়মানুবর্তিতা, ক্লাসে উপস্থিতি এবং তার শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ইত্যাদি নিয়েও মোনা প্রিন্সের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মোনা প্রিন্স বলেন, তার শিক্ষার্থীরা পরীক্ষায় আসলে কেমন করে তার জন্য তাদের খাতা দেখলেই হয়। ফেসবুকে এক পোস্টে তিনি জানান, ‘আমি কখনোই হাসি, গান, নাচ ও আমার লেখালেখি থামাব না।’
সূত্র: বিবিসি