সুইডেনের স্টকহোমে ট্রাক হামলায় অন্তত তিন জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় সময় বিকেল তিনটার দিকে শহরের অন্যতম ব্যস্ত সড়ক কুইন স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে। সুইডিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে ফক্স নিউজ এ খবর প্রকাশ করেছে।
সুইডিশ পুলিশ জানিয়েছে, কুইন স্ট্রিটের একটি দোকানের মধ্যে একটি ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে। এ সময় গুলির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ কারণে এটিকে সন্ত্রাসী হামলা বলেই মনে করছে পুলিশ।
সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন বলেছেন, সবকিছু ইঙ্গিত দিচ্ছে যে, স্টকহোমর ট্রাক দুর্ঘটনা ‘সন্ত্রাসী হামলা’। দেশটির গোয়েন্দা সংস্থা বলছে, ট্রাক চালিয়ে দেয়ার এ ঘটনাকে তারা ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছেন। এদিকে হামলার পর আশ-পাশের এলাকা থেকে লোকজনকে শহরে প্রবেশে সতর্কতা জারি করা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৭/হিমেল