জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার-আল আসাদের সাম্রাজ্য গুড়িয়ে দিতে যুক্তরাষ্ট্র আরো অনেক কিছু করতে পারে।
সিরিয়ার বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপনাস্ত্র হামলার একদিন পর শুক্রবার জাতিসংঘে দেওয়া এক ভাষণে এ হুমকি দেন হ্যালি।
হুমকি দিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সিরিয়ায় আরো অনেক কিছু করা হবে। দেশটিতে বর্তমানে যে ‘ভুতূড়ে’ পরিস্থিতি বিরাজ করছে তা বন্ধে সব ‘সভ্য দেশের’ এগিয়ে আসার এখনই সময়, যা রাজনৈতিক সমাধানের দাবি রাখে।
গত ৪ এপ্রিল সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব প্রদেশে দেশটির বিদ্রোহীদের অস্ত্র কারখানা লক্ষ্য করে রাসায়নিক হামলা চালায় সরকারি বাহিনী। এতে বিস্ফোরণে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ২৩ শিশুসহ অন্তত ৭৩ জন নিহত হয়। ওই রাসায়নিক হামলার পর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটালো।