অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পিসি সরকার জুনিয়র। উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন এ জাদুসম্রাট। আইসিইউ-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
জানা গেছে, বৃহ্স্পতিবার রাতে এই ঘটনা ঘটে। আচমকা অসুস্থ বোধ করেন ৭০ বছরের বিশ্বখ্যাত জাদুকর। সঙ্গে সঙ্গে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তরিত করেন। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে জাদুসম্রাটকে।
জাদুসম্রাট পিসি সরকার সিনিয়ারের যোগ্য উত্তরসূরি তিনি। বাবার ঐতিহ্যবাহী জাদুবিদ্যাকে যেমন এগিয়ে নিয়েছেন সময়ের সঙ্গে। তেমনই আধুনিক দর্শকদের জন্য বিস্তার করেছেন ‘ইন্দ্রজাল’। জাদুসম্রাটের দ্রুত আরোগ্য কামনার প্রার্থনা করছেন অনুরাগীরা।