সুইডেনের রাজধানী স্টকহোমের একটি ডিপার্টমেন্টাল স্টোরে চলন্ত লরি ঢুকিয়ে ‘হামলার’ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
স্টকহোমের অন্যতম প্রধান বাণিজ্যিক সড়ক কুইন স্ট্রিটে শুক্রবার (০৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। হামলার পর হামলাকারী দ্রুত ওই স্থান ত্যাগ করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি চলন্ত লরিকে ডিপার্টমেন্টাল স্টোরটি ভেঙে ঢুকে পড়তে দেখেন। এ সময় মানুষ ছিটকে পড়েন। এটা সন্ত্রাসী হামলা কি-না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।
এদিকে, হামলার সময় সেখানে গুলির শব্দ শোনা যাওয়ার কথা বলেছেন প্রত্যক্ষদর্শীরা। সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফান লোভেন ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন।
হামলার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।