যুক্তরাষ্ট্রে ফের গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক ভারতীয় নাগরিক। বৃহস্পতিবা ওয়াশিংটনের ইয়াকিমা শহরের স্থানীয় একটি গ্যাস স্টেশনের কর্মী ভারতীয় নাগরিক বিক্রম জারিয়ালকে গুলি করে দুর্বৃত্তরা। তবে ডাকাতির জন্যই গুলি চালায় তারা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান ২৬ বছর বয়সী বিক্রম।
জানা গেছে, এদিন ‘এএম-পিএম’ নামক গ্যাস স্টেশনে কর্তব্যরত ছিল বিক্রম। হঠাৎ মুখোশধারী দুই আততায়ী এসে বিক্রমকে বন্দুক দেখিয়ে টাকা লুঠ করে নেয়। আর যাওয়ার সময় দুষ্কৃতীদেরই একজন বিক্রমকে গুলি করে।
পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, ‘আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় ওই ভারতীয়কে। ঠিক কী ঘটেছিল, পুরোটাই পুলিশের কর্মকর্তাকে জানান তিনি। কিন্তু এর কিছু পরেই মারা যান।’ গোটা ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ওই দুই দুষ্কৃতীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
এদিকে বিক্রমের একজন নিকট আত্মীয় জানান, ২৫ দিন আগেই পাঞ্জাবের হোশিয়ারপুরের বাসিন্দা বিক্রম আমেরিকা গিয়েছিলেন। কাজ পেয়েছিলেন পারিবারিক বন্ধুর গ্যাস স্টেশনে। আমেরিকায় যাওয়ার কয়েকদিনের মধ্যে এই ঘটনা ঘটায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
অপরদিকে, ঘটনাটি ‘দুঃখজনক’ অ্যাখ্যা দিয়ে তীব্র অসন্তোষও প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পাশাপাশি দ্রুত মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় দূতাবাসকে নির্দেশও দেন। পরে টুইট করে বলেন, ‘ভারতীয় বিক্রম জারিয়ালের মৃত্যু খুবই দুঃখজনক। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। গোটা ঘটনাটির রিপোর্ট হাতে পেয়েছি। ভারতীয় দূতাবাস সান ফ্রান্সিসকোতে মৃতের পরিবারের পাশে রয়েছে এবং সবরকমভাবে সাহায্য করছে। পাশাপাশি পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে তদন্ত ঠিকমতো এগোচ্ছে কিনা সেই নিয়েও আলোচনা করছে।’
সূত্র: সংবাদ প্রতিদিন