সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ নিউমোনিয়াজনিত কারণে শুক্রবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ বুধবার সাবেক এ প্রেসিডেন্টের পরিবারের মুখপাত্র এ তথ্য জানান।
তিনি বলেন, অনেকদিন ধরে থাকা কাশির কারণে ৯২ বছর বয়সী বুশকে শুক্রবার হাউসটন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার হালকা নিউমোনিয়া ধরা পড়ে।
সাবেক প্রেসিডেন্ট বুশ ক্রমেই সুস্থ হয়ে উঠছেন বলেও জানান মুখপাত্র।
গত জানুয়ারি মাসে তীব্র শ্বাসকষ্টের কারণে বুশকে হাউসটন মেথোডিস্ট হাসপাতালে নেয়া হয়েছিল।
বুশ ছিলেন যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, তিনি ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/এনায়েত করিম