ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবেই মনে করে চীন। ভারতের দাবী করা এ প্রদেশটিকে তারা ডাকে ‘দক্ষিণ তিব্বত’ বলে। এবার এ প্রদেশটির ছয়টি জায়গার আনষ্ঠানিক নামকরণ করেছে চীন। সেগুলো হলো ও জ্ঞানলিঙ, মিলা রি, কইডেনগার্বো রি, মেইনকুকা, বুমো লা এবং নামকাপুব রি। খবর কলকাতা টুয়েন্টিফোরের।
এই নতুন নামকরণের একদিন আগেই সীমান্ত চীনের সীমান্ত লাগোয়া অরুণাচলে দালাই লামার সফরকে কেন্দ্র করে ভারতকে কড়া বার্তা পাঠিয়েছিল বেইজিং। সম্প্রতি অরুণাচল সফরে যান দালাই লামা। চীনের কঠোর বিরোধিতা সত্বেও ভারত বেশ আড়ম্বরপূর্ণভাবে ওই সফরের আয়োজন করে। ওই ঘটনার পর ভারত-চীন সম্পর্কে তিক্ততা বেড়েছে।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৭/ফারজানা