ফেসবুক লাইভে বৃদ্ধকে হত্যার ঘটনায় আলোচিত সেই খুনি আত্মহত্যা করেছে। মঙ্গলবার পুলিশের তাড়া খেয়ে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন স্টিভ স্টিফেন্স নামের যুক্তরাষ্ট্রের ওই ব্যক্তি। খবর সিএনএন।
আলোচিত স্টিভ স্টিফেন্স গত রবিবার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে গুডউইন নামের ৭৪ বছর বয়সী এক ব্যক্তিকে খুন করে ফেসবুকে লাইভ দেখান।
পরে তিনি ফেসবুকে পৃথক আরেকটি ভিডিও পোস্ট করে জানান, এখন পর্যন্ত তিনি ১৩ জনকে হত্যা করেছেন এবং আরও মানুষকে হত্যা করতে চান।
ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ক্যালভিন উইলিয়ামস বলেছেন, তারা একটি হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চিত, বাদবাকি হত্যাকাণ্ডের বিষয়ে জানা নেই।
বিডি-প্রতিদিন/এস আহমেদ