ফিলিপাইনের নুয়েভা এসিজা প্রদেশে মঙ্গলবার একটি বাস খাদে পড়ে ৩১ জন মারা গেছে। বুধবার একথা জানিয়েছে পুলিশ। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সিনিয়র পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অ্যান্টোনিও ইয়ারা বলেন, মঙ্গলবার নুয়েভা এসিজা প্রদেশে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ মিটার নিচের খাদে পড়ে যায়। এতে ৪৬ জন আহত হয়। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাদেশিক পুলিশ প্রধান ইয়ারা বলেন, ‘বাসটিতে ৭৭ জন যাত্রী ছিল। চাকা ফেটে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : এএফপি
বিডি-প্রতিদিন/এস আহমেদ