আফগানিস্তানে সেনাবাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে ৪৭ জঙ্গির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ১১ জঙ্গি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্স (এএনএসএফ) দেশের বিভিন্ন স্থানের কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে। এই অভিযানে ৪৭ সশস্ত্র জঙ্গি নিহত, ১১ জন আহত ও এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৩টি প্রদেশে অভিযান চালানো হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তার পাশে পেতে রাখা ৩১টি বোমা ও স্থল মাইন উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ