কানাডার নিউ ফাইন্ডল্যান্ড টাউন জুড়ে বুধবার সকাল থেকেই চলছে তুমুল উত্তেজনা। আর এই উত্তেজনার কারণ হল বিশাল মাপের এক বরফের চাঁই বা আইসবার্গ।
আইসবার্গটি ১৫০ ফিট উঁচু। আর চওড়াতেও অনেকটাই। গবেষকরা মনে করছেন, বরফের চাঁইটি আরও বড়মাপের ছিল, ভাসতে ভাসতে কানাডার সমুদ্রতটে আসার পড়ে উচ্চতা একটু হলেও কমেছে। তাদের মতে, এত বড়মাপের আইসবার্গ খুব একটা চোখে পড়ে না। এমনকী, টাইটানিক জাহাজ যে আইসবার্গের ধাক্কায় ডুবেছিল, তার থেকেও নাকি এটি বড়মাপের বরফের চাঁই।
এদিকে, এত বড় আইসবার্গ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কানাডার এই শহরে। অনেকে ভয় পাচ্ছেন, টাউনে এসে ধাক্কা মারলে কি অবস্থা হবে তার কথা ভেবে।
প্রসঙ্গত, কানাডায় আসন্ন এখন গরমকাল। আর এই সময় এমন ঘটনা অনেকটাই রহস্যজনক হয়ে দাঁড়িয়েছে দেশটির মানুষের মধ্যে।
সূত্র: ইন্টারনেট
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ