চলতি বছরের নভেম্বরে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) সম্মেলনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
এসময় তিনি আরও জানান, একই মাসে এশিয়া প্যাসিফিক ইকোনোমিক করপোরেশন সামিটেও অংশ নিতে পারেন ওপ্রসিডেন্ট ট্রাম্প। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ান এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।
উল্লেখ্য, অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) গঠিত হয় ১৯৬৭ সালে। আসিয়ানভুক্ত ১০টি দেশ হলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনাই দারুসসালাম ও থাইল্যান্ড।
সূত্র: দ্য ভার্জ, গিজমোডো
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ