ভারতের মানচিত্রে থাকা জায়গার নামকরণ করে বেশ সোরগোল করে ছিল চীন। ভারত সীমান্তের এপারে দখল করার সেই স্বপ্নকে একেবারে মুখের উপর জবাব দিয়ে দিল ভারত। ভারতের বিদেশ মন্ত্রালয়ের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েকটা জায়গার নামকরণ করেই প্রতিবেশী দেশ যেন না ভাবে যে অবৈধ অধিকারকে বৈধ বলে দাবি না করে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।’
দালাই লামার অরুণাচল প্রদেশ সফরের জবাবে যেভাবে সেখানকার ৬টি জায়গার নাম চীন বদলে দিয়েছে, তাতে তীব্র আপত্তি জানাল নয়াদিল্লি। তিব্বতী ধর্মগুরুকে অরুণাচলে যাতে যাওয়ার অনুমতি না দেওয়া হয়, তার জন্য চাপ সৃষ্টি করেছিল চীন। কিন্তু তাতে পাত্তা না দিয়ে দলাইকে দেওয়া অনুমতি বহাল রাখে কেন্দ্র।
এরই পাল্টা জবাবে চীন ঘোষণা করে, তারা ভারতের উত্তরপূর্বের ওই প্রদেশের ৬টি জায়গার সরকারি নাম বদলে নতুন নাম দিয়েছে। তাদের দাবি, অরুণাচল যেহেতু তিব্বতের অংশ, তাই সেখানকার জায়গার নাম বদলের পদক্ষেপে কোনও অন্যায়ই নেই।
কিন্তু ভারত যে প্রতিবেশীর এই আচরণ বরদাস্ত করতে তৈরি নয়, তা স্পষ্ট করে দিয়ে ভারতের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র গোপাল বাগলে জানান, "অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। আপনার প্রতিবেশী দেশের জায়গার নাম বদলে বা সেখানকার নতুন নাম আবিষ্কার করলেই সেই জায়গা বেআইনি ভাবে দখল করে রাখাটা বৈধ হয়ে যায় না।"
কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানিয়ে দেন, "নাম বদলে কোনও প্রভাবই পড়বে না ভারতের ওপর। কোনও বিদেশি রাষ্ট্রের ভারতের অভ্যন্তরীণ কোনও জায়গার নাম পরিবর্তনের বিন্দুমাত্র অধিকার নেই। অরুণাচলের প্রতিটি ইঞ্চি ভারতের। ওরা নাম বদলাক না, কী আসে যায় তাতে।"
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩