ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলাকারী বন্দুকধারীও নিহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন
বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল প্যারিসের চ্যাম্পস-এলেসিস অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনার পর জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে যেতে বলেছে পুলিশ।
রয়টার্সের একজন সাংবাদিক ওই এলাকা দিয়ে হেলিকপ্টার চক্কর দিতে দেখেছেন, যা পুলিশি তৎপরতার অংশ বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯