মুসলিমরা তো বিজেপিকে ভোট দেয় না। কিন্তু সরকার কি তাই বলে তাঁদের দেখাশোনায় কোনও কমতি রাখে? কিছুটা আফসোসের সুরেই এই কথা স্বীকার করেছেন ভারতের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
শুক্রবার দিল্লিতে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জানান ‘আমরা মুসলিমদের ভোট পাই না, আর এই কথাটা আমি স্পষ্টভাবে স্বীকার করছি। কিন্তু তাই বলে কি আমরা (সরকার) তাদের প্রাপ্য সম্মান দিই না? সরকার তাদের দিকেও খেয়াল রাখে’।
হিরো গ্রুপ আয়োজিত একটি সামিটে কেন্দ্রীয় মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় ভারতের মতো একটি বিশাল দেশে সরকার কিভাবে বহু ভাষাভাষীর মানুষকে সমন্বয়সাধন করে। সেই প্রশ্নের উত্তরে রবি শঙ্কর প্রসাদ জানান ‘আমরা ভারতের বৈচিত্র্য ও বহুত্বের ঐতিহ্যকে সম্মান জানাই। কিন্তু তার পরেও দীর্ঘদিন ধরেই আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চলছে। তারপরেও আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি কারণ আমাদের ওপর সারা ভারতবাসীর দোয়া রয়েছে।
বর্তমানে আমাদের নিজেদের প্রচেষ্টায় ১৫ টি রাজ্যে ক্ষমতায় রয়েছি। ১৩ জন মুখ্যমন্ত্রী রয়েছেন। কেন্দ্রেও আমাদের সরকার চলছে। আমরা কি শিল্প বা পরিষেবার কর্মরত কোন মুসলিম ভদ্রলোকদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করেছি? তাদের কাউকে কি কর্মচ্যুত করা হয়েছে? কিন্তু একটা কথা স্পষ্ট ভাবে স্বীকার করছি যে, আমরা মুসলিমদের ভোট পাই না। কিন্তু আমাদের সরকার কি তাদের প্রাপ্য সম্মান দিচ্ছে না?’
উদাহরণ হিসাবে মন্ত্রী বলেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির চা-বাগান শ্রমিক করিমুল হকের কথা। চিকিৎসা পরিষেবা না পাওয়ায় তিনি নিজের মা’কে হারিয়েছেন। যেখানে অ্যাম্বুলেন্স না পাওয়ায় নিজের মোটর সাইকেলকেই অ্যাম্বুলেন্স বানিয়ে প্রায় ২হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন করিমুল হক। তার স্বীকৃতিস্বরূপ ভারত সরকারের পদ্ম পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। আমরা কিন্তু তখন বিচার করিনি যে ওই ব্যক্তি কোন ধর্মের কিংবা আমাদের ভোট দেয় কি না।
তবে কেন্দ্রীয় মন্ত্রীর ‘বিজেপি মুসলিমদের ভোট পায় না’ এই জাতীয় মন্তব্যে বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে মোদির সরকার। কারণ সম্প্রতি উত্তরপ্রদেশ বিধানসভার ভোটেও বিজেপির বিপুল জয়ের পিছনে মুসলিমদের অবদান রয়েছে মনে করা হয়। সেই প্রেক্ষিতে রবি শঙ্করের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ ই জাহান