ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমদের ‘উচিত শিক্ষা’ দেওয়ার ডাক দিয়ে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি’র এক বিধায়ক বলেছেন, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ আরেকটি বাংলাদেশ হয়ে যাবে। টুইটারে দেওয়া এক ভিডিও ক্লিপে তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিং একথা বলেছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
টুইটারে দেওয়া একটি ভিডিও ক্লিপে হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিং বলেছেন, ‘‘বাংলায় (পশ্চিমবঙ্গ) হিন্দুরা আজ একেবারেই নিরাপদ নন। সাম্প্রদায়িক হিংসায় যাঁরা জড়িয়ে রয়েছেন, তাঁদের উচিত শিক্ষা দেওয়া উচিত বাংলার হিন্দুদের। ২০০২ সালে গুজরাতে হিন্দুরা যে শিক্ষাটা দিয়েছিলেন। না হলে খুব শিগগিরই পশ্চিমবঙ্গ আর একটা বাংলাদেশ হয়ে যাবে।’’
শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকের ওপর রাজার অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতি সামলাতে পারেনি। রাজার কথায়, ‘‘পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রদায়িকদের সাহায্য করছে। যারা ধর্মনিরপেক্ষ, তাদের কাছে আমার আবেদন, আপনারা যদি বাংলার হিন্দুদের নিরাপদে রাখতে চান, তা হলে আপনারা আরও সচেতন হয়ে উঠুন। আপনারা যদি বাংলায় হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারেন, তা হলে আজ কাশ্মীরে যা হচ্ছে, হিন্দুদের একই দশা হবে পশ্চিমবঙ্গেও।’’
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬