জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কাগোশিমা অঞ্চলে মঙ্গলবার ৫ দশমিক ২ মাত্রার একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখনো কোনো ধরনের হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামির সতর্কতাও জারি করা হয়নি।
এ ব্যাপারে জাপানের আবহাওয়া সংস্থা আরো জানায়, স্থানীয় সময় বেলা ১১টা ৫৬মিনিটে ৩১ দশমিক ৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩০ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে কাগোশিমার সেন্দাই পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিক অবস্থাও পরিলক্ষিত হয়নি বলে জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/১১ জুলাই, ২০১৭/ওয়াসিফ