উষ্ণায়নের জেরে বাড়ছে সমুদ্রের তলদেশের তাপমাত্রা। তার ফলে গলছে এন্টার্কটিকার হিমশৈল (বরফ স্তর)। এবার পশ্চিম এন্টার্কটিকার বরফস্তর থেকে বিশাল এক বরফের খন্ড ভেঙে আলাদা হয়ে গেছে। অার আশ্চর্যজনক হলেও এই বরফখন্ডের আয়তন লন্ডন শহরের চেয়ে প্রায় ৪গুণ বড়।
এ বিশাল আকৃতির বরফখন্ডটি ওই অঞ্চলের লারসেন সি আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্য দ্য ইন্ডিপেন্ডেন্ট। তাদের প্রতিবেদনে বলা হয়েছে এ বরফখন্ডের আয়তন প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার।
অন্যদিকে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে এ বরফ খন্ডটি বিশ্বের সর্ববৃহৎ দশটি আইস বার্গের মধ্যে একটি। এবং এর ওজন কয়েক ট্রিলিয়নের চেয়েও বেশি।
তারা সোয়ানেসা বিশ্ববিদ্যালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, ১০ জুলাই থেকে ১২ জুলাই এর মধ্যে কোন এক সময় বরফখন্ডটি ভেঙ্গে পড়ে।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ও ডেইলি মেইল
বিডি প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৭/ ই জাহান