মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সম্প্রতি কাতার সফর করেছেন। তার এ সফরে দোহা ও ওয়াশিংটনের মধ্যে সন্ত্রাসবাদ দমন ও জঙ্গিবাদবিরোধী লড়াইয়ের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এ চুক্তিকে যথেষ্ট নয় বলে উল্লেখ করেছে সৌদিজোটের রাষ্ট্রগুলো।
মঙ্গলবার সৌদি, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত যৌথ এক বিবৃতিতে জানায়, 'জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী যে তহবিল গঠিত হয়েছে তা পর্যাপ্ত নয়।' একইসঙ্গে কাতারকে জঙ্গিবাদ সমর্থন না করারও হুঁশিয়ারি দেয়া হয়।
ওই বিবৃতিতে আরও বলা হয়, জঙ্গি সংগঠনকে সমর্থন, অর্থায়ন ও লালন পালনের ব্যাপারে কাতারকে পর্যবেক্ষণ করতে দিতে হবে মধ্যপ্রাচ্যের এই চার দেশকে।
এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে গঠিত তহবিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারই সর্বপ্রথম চুক্তি করা দেশ।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৭/ ই জাহান